শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের সাবেক সভাপতি এ কথা বলেন।
এসময় ডাকসুর সাবেক সহ-সভাপতি ডাকসুর পাশাপাশি সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের অভিজ্ঞ এ নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো নেতৃত্ব তৈরির কারখানা। ডাকসু সবার জন্য উন্মুক্ত এবং এর নির্বাচিত সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য কাজ করবে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ১১ মার্চ ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেয়। এর ফলে প্রায় ২৮ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দীর্ঘ সময় ধরে ডাকসু নির্বাচন হয় না। কিন্তু আমাদের জন্য ভালো খবর হলো আগামী ১১ মার্চ এ নির্বাচন হতে যাচ্ছে। আমি আশা করি শিক্ষার্থীরা তাদের সেরা নেতৃত্ব নির্বাচন করবে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় পুনর্মিলনীর এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।